Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Digital Center

ইউ আই এস সি হচ্ছে এমন একটি অত্যাধুনিক তথ্য সেন্টার ( টেলিসেন্টার) যার উদ্দেশ্য হল তৃনমূল মানুষের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা । ইউ আই এস সি-তে উল্লেখ্যযোগ্য সুবিধা সমূহের মধ্যে রয়েছে খুব কম সময়ে স্বল্প খরচে দেশ-বিদেশে যোগাযোগ স্থাপনের জন্য ইন্টারনেট সংযোগ ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শতসহস্র ওয়েবসাইটে ব্রাউজ করে জ্ঞান বিজ্ঞানের সেবা আদান প্রদান করার সুবিধা। অফলাইন তথ্যভান্ডারে ভিডিএ, অডিও, এনিমেশন এবং টেক্সট ফরমেটে কৃষি, স্বাস্থ্য ,শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্ন সরকারী ফরম প্রভৃতি বিষায়ক তথ্য ও সেবা, আরো থাকবে কম খরচে কম্পিউটার সহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা এবং কম্পিউটার সংশ্লিষ্ট, বিভিন্ন বাণিজ্যিক সেবা, স্বল্পমূল্যে কম্পোজ, প্রিন্ট, ফটোকপি, ছবিতোলা, স্ক্যানিং প্রভৃতি সেবা । সেবাগুলিকে নিম্নরুপ ভাবে ভাগ করা যায়।

 

Last Update : 02 June 2014