অবস্থান: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে ৮কিলোমিটার পশ্চিমে নারুয়া ই্উনিয়ন অবস্থিত ইউনিয়নটি একটি সুন্দর ওমনোরম পরিবেশে নারুয়া বাজারের পাশে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন অবস্থিত। এই ইউনিয়নের পূর্বে বালিয়াকান্দি ইউনিয়ন, পশ্চিমে ও দক্ষিনে মাগুরা জেলা ও গড়াই নদী এবং উত্তরে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন ও দক্ষিনে জংগল ইউনিয়ন। ইউনিয়নের আয়তন ২৪.৭৪ বর্গ কিলোমিটার। ব্রিটিশ শাসনামলে লড মেয়ারের আমলে ১৯৬০ সালে গ্রাম পঞ্চায়েত নামে বর্তমান ইউনিয়ন পরিষদটির কাযক্রম শুরু হয়। ২০১১ সালের আদমশুমারী মোতাবেক ইউনিয়নের জনসংখ্যা ২৫৭৫৩ জন এবং খানা সংখ্যা ৬,৪৪৫টি । শিক্ষার হার ৪৪.৫৯%। প্রধান কৃষিজাত ফসলের মধ্যে পাট,পিয়াজ, রসুন, ধান,গম ইত্যাদী। ইউনিয়ন সম্পর্কিত তথ্য নিন্মরুপ:
ইউনিয়নের নাম, ঠিকানা |
নারুয়া ইউনিয়ন, উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজাবাড়ী |
ইউনিয়ন পরিষদের এলজিইডি আইডি নং |
৩৮২০৭৮৫ |
আয়তন |
২৪.৭৪ বর্গ কিলোমিটার |
ওয়াড |
৯টি |
গ্রাম |
৩৭টি |
মৌজা |
২১টি |
জনসংখ্যা |
২৫৭৫৩ জন (আদমশুমারী ২০১১ অনুযায়ী) |
শিক্ষার হার |
৪৪.৫৯% |
শিক্ষা প্রতিষ্ঠান |
প্রাথমিক বিদ্যালয়ঃ ১৭টি, উচ্চ বিদ্যালয়ঃ ৩টি, কলেজঃ ২টি, মাদ্রাসাঃ ৩টি, কওমি মাদ্রাসা-১ |
মসজিদ |
৪০টি |
মন্দির |
৯টি |
হাট-বাজার |
৩টি( ১। নারুয়া বাজার, ২। ঘিকমলা বাজার, ৩।গাড়াকোলা বাজার) |
নদী |
১টি (গড়াই নদী) |
খেয়াঘাট |
৩টি (১। নারুয়া খেয়াঘাট, ২।সোনাকান্দর খেয়াঘাট, ৩। কোনাগ্রাম খেয়াঘাট) |
স্যানিটেশন কভারেজ |
১০০% (ব্রাক ওয়াশ এর তথ্য অনুযায়ী) |
ব্রিজ |
১২টি |
কালভাট |
২০টি |
সাঁকো |
৩টি |
শ্মশান |
৫টি |
গোরস্থান |
১১টি |
প্রধান কৃষিজাত দ্রব্য |
পাট,পিয়াজ, রসুন, ধান,গম ইত্যাদী। |
স্লুইচ গেইট |
৩টি |
ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান |
গ্রামীণ ব্যাংক, ব্রাক,আশা, ব্রুরো বাংলাদেশ, জনতা ব্যাংক লিমিটেড |
সরকারী অফিস |
ইউনিয়ন ভূমি অফিস ১টি, ইউনিয়ন কৃষি অফিস ১টি, পরিবার কল্যান কেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক ৩টি। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস