নারুয়া ইউনিয়নে মনোরম পরিবেশে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত।
সকল প্রকার স্বাস্থ্য সেবা অত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যাবে:
> মা ও শিশু স্বাস্থ্য
> প্রসূতি সেবা
> ডায়েরীয়া
> সর্দি-কাশি
> যক্ষা
উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং
আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন
করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়
*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়
* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য
সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে
* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে
কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।
* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
* সেবা গ্রহীতার কর্তৃব্য-
সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে
যেকোন প্রকার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন...
নারুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের আওতায় আপাতত কোন প্রকল্প নাই....
নতুন প্রকল্প গ্রহণ করা হলে তা এই পাতায় সংযোজন করা হবে।
নারুয়া ইউনিয়নে মনোরম পরিবেশে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত, অত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগের ঠিকানা নিম্নরুপ:
নারুয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র
নারুয়া, বালিয়াকান্দি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস